promotional_ad

দেশে ফিরেছেন সাকিবরা

promotional_ad

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে গেল মাসের ২৯ তারিখ ভারতের দেরাদুনে গিয়েছিল সাকিব আল হাসানের দল। কিন্তু সিরিজ জেতা তো দূরে থাক সেখান থেকে হোয়াইট ওয়াশ হয়ে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। 


আর হোয়াইট ওয়াশের লজ্জা মাথায় নিয়েই আজ দেশে ফিরেছেন তারা। বিকেল ৪টা ৩০ মিনিটে জেট এয়ারের একটি বিমানে বাংলাদেশ দল ঢাকা পৌঁছান। 


দেশে ফিরে কেউ সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি। সবাই নিজ নিজ মত চলে গিয়েছেন যার যার বাড়িতে।


promotional_ad

এই প্রথম আফগানদের কাছে সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশের লজ্জায় পরতে হয়েছে সাকিব-তামিমদের। এদিকে দেশে ফিরে ঈদের ছুটিতে থাকবেন সবাই। 


আর ছুটি শেষে নতুন কোচের অধীনে অনুশীলন শুরু করবেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সামনে ওয়েস্ট ইন্ডিজ সফর, তাই আফগান সিরিজের ব্যর্থতা ভুলে সামনের সিরিজের জন্য নিজেদের পুরোদমে প্রস্তুত করতে হবে বাংলাদেশকে।


চন্ডিকা হাথুরুসিংহে বছরের শুরুতে দায়িত্ব ছাড়ার পর থেকে প্রধান কোচ ছাড়াই চলছিল বাংলাদেশ দল। অবশেষে গতকালই বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে স্টিভ রোডসকে নিয়োগ দেয় বিসিবি। আগামী ২০ জুন দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।


ওয়েস্ট ইন্ডিজে বিপক্ষে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ৪৮ দিনের সফরের জন্য ২০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আফগানিস্তান সিরিজের ব্যর্থতা কাটিয়ে বাংলাদেশ দল ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball