নাসিরের চিকিৎসার পুরো খরচ বহন করবে না বিসিবি

ছবি:

পায়ের ইনজুরিতে পরা নাসির হোসেনের সার্জারি আজ শুক্রবার করা হবে। স্বনামধন্য সার্জন ডেভিড ইয়াংয়ের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই অপারেশন অনুষ্ঠিত হবে।
এরই মধ্যে এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গণমাধ্যমকে দেবাশীষ বলেছেন,
'নাসির হোসেন এরই মধ্যে মেলবোর্নে রয়েছেন এবং অস্ট্রেলিয়ার স্বনামধন্য স্পোর্টস সার্জন ডেভিড ইয়ং তাঁর সার্জারি করবেন।'
এদিকে বিসিবির একটি সুত্র থেকে জানা গেছে নাসিরের চিকিৎসার অনেকটাই বহন করবে বোর্ড। যদিও সেখানে কিছুটা শর্ত বেঁধে দিয়েছে বিসিবি।

আর তা হলো বোর্ড থেকে সর্বোচ্চ ৮ হাজার ডলার খরচ করা হবে এই অলরাউন্ডারের সার্জারি এবং আনুসাঙ্গিক খরচে। বাড়তি খরচের সবই নাসিরকে নিজে করতে হবে। সেই সুত্রটি জানিয়েছে,
'নাসিরের চিকিৎসার খরচ বোর্ড থেকে দেয়া হবে, তবে পুরোটা নয়। বেশিরভাগ খরচই দেয়া দেয়া হবে, তবে তা ৮ হাজার ডলারের বেশি নয়।'
উল্লেখ্য ফুটবল খেলতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়ে কয়েকদিন আগেই মাঠের বাইরে ছিটকে পরেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন।
এরপর বিসিবির চিকিৎসক এবং ডেভিড ইয়ংয়ের দেয়া তথ্য মতে জানা যায় এ বছর আর ফেরা হচ্ছে না নাসিরের।
সেক্ষেত্রে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর তো তিনি মিস করবেনই পাশাপাশি আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও তাঁর খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।