আমি হতাশঃ সাকিব

ছবি:

পূর্ণ শক্তির দল নিয়ে গিয়েও আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হতে হয়েছে বাংলাদেশ দলকে। সিরিজের শেষ টি-টুয়েন্টিত আফগানদের কাছে ১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল।
টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে কেন আফগানরা বাংলাদেশের চেয়ে এগিয়ে তারই প্রমাণ মিলেছে এই সিরিজে। আর পুরো সিরিজ থেকে টাইগারদের যেমন শিক্ষা নেয়ার বিষয় রয়েছে অনেক তেমনি উত্থান হয়েছে নানান প্রশ্নেরও।
শেষ ম্যাচে জয়ের খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছে বাংলাদেশ দলকে। তারপরও অধিনায়ক সাকিব আল হাসান সন্তুষ্ট এই ম্যাচের পারফর্মেন্সে। জানিয়েছেন বাকি ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে ভালো করেছে তার দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এসব নিয়েই কথা বলেছেন টাইগার কাপ্তান। ভুল শুধরে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে হবেও বলে জানা তিনি। সাকিবের ভাষায়,

আগের ম্যাচগুলোর তুলনায় এই ম্যাচে আমাদের পারফর্মেন্স ভালো ছিল। তারপরও পুরো সিরিজের পারফর্মেন্সে আমি হতাশ। আরও ভালো প্ল্যান নিয়ে আমাদের আসতে হবে। তাদের আমরা অল্প পুঁজিতেই আটকে দিয়েছিলাম। আমাদের ব্যাটিং লাইন আপ এই রান তাড়া করার ক্ষমতা রাখে।'
এদিকে আজ ব্যাট হাতে একদম শেষ পর্যন্ত লড়াই করেছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু শেষ পর্যন্ত তারা দলকে জেতাতে পারেননি। সাকিব মনে করেন আফগানরা সব বিভাগেই তাদের থেকে এগিয়ে ছিল। সাকিব আরও জানান,
'মাঝের দিকে আমরা অনেক রান দিয়েছি যা আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। মাহমুদুল্লাহ এবং মুশফিক তাদের সর্বাত্মক চেষ্টা করেছে। তারা ভালো খেলেছে তাই জিতেছে এবং তাদের স্পিনাররাও যথাসময়ে পারফর্ম করেছে।'