র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ

ছবি:

টাইগারদের সামনে সুযোগ ছিল টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতি করার। কিন্তু আফগানিস্তানের কাছে ইতিমধ্যে সিরিজ হারের পাশাপাশি হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা।
ফলে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। পাশাপাশি র্যাঙ্কিংয়ে বড় ধাক্কাও খেয়েছে সাকিব আল হাসানের দল।
সিরিজ শুরুর আগে সমীকরণ ছিল আফগানদের হোয়াইট ওয়াশ করলেই পুরস্কার পেত সাকিব আল হাসানের দল। বর্তমানে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।

আর টাইগারদের আসন্ন সিরিজের প্রতিপক্ষ আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে। সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হারালেই র্য??ঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসতো বাংলাদেশ দল। সেক্ষেত্রে ১০ নম্বরে নেমে যেত নবি-মুজিবরা।
বাংলাদেশের পয়েন্ট গিয়ে তখন দাঁড়াত ৮২ এবং আফগানদের ৮০। তবে হোয়াইট ওয়াশের সুযোগ না থাকায় পরিবর্তন আসছে না র্যাঙ্কিংয়ে। আর আফগানদের কাছে উল্টো হোয়াইট ওয়াশ হওয়ার কারণে রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশের।
টাইগারদের ৩-০ তে হারিয়ে আফগানদের পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে ৯১ তে। আর রেটিং পয়েন্ট কমে বাংলাদেশের পয়েন্ট কমে হয়েছে ৭০।