আমলার বদলি স্টেইন

ছবি:

ইনজুরির কারণে হ্যাম্পশায়ারের হয়ে আর খেলা হচ্ছেনা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলার। তার পরিবর্তে হ্যাম্পশায়ারের দলে যোগ দিচ্ছেন আমলার জাতীয় দলের সতীর্থ ডেন স্টেইন।
হাঁটুর ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন আমলা। দক্ষিণ আফ্রিকার হয়ে গেল মাসে ফিটনেস ক্যাম্প চলাকালীন সময় হাঁটুতে চোট পান এই ডানহাতি ব্যাটসম্যান। যেকারণে কয়েকদিন বিশ্রামে থাকতে হচ্ছে তাকে।
আগামী মাসে শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে প্রোটিয়ারা। সেই সিরিজের আগে আর মাঠে ফেরা হচ্ছেনা বিশ্বমাতানো এই ব্যাটসম্যানের।

এদিকে আমলাকে না পেয়ে হতাশ হয়েছেন হ্যাম্পশায়ারের ডিরেক্টর জাইলস হোয়াইট। তবে ইনজুরিতে কারো কোন হাত নেই বলেও জানান তিনি। জাইলস হোয়াইট বলেন,
'আমি আমলার ইনজুরি নিয়ে ইতিবাচক কিছু বলতে পারছিনা। আমাদের সাথে সে যত সময় ছিল দারুণ খেলেছে। ক্লাবের সঙ্গে এবং এখানকার ক্রিকেটারদের সঙ্গে তিনি খুব ভালো ভাবে ছিলেন। আর ব্যাট হাতে সে দারুণ একজন ক্রিকেটার।
তবে ইনজুরির উপর কারো হাত নেই। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। শ্রীলংকার বিপক্ষে আসন্ন সিরিজে তাকে মাঠে দেখবো আশা করছি এবং আবারও সে আমাদের হয়ে খেলবে বলেও আশা করছি।'
হ্যাম্পশায়ারের জার্সিতে আরও তিন ম্যাচ খেলবেন স্টেইন। ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার এবং সারির বিপক্ষে। এছাড়াও জুনের শেষে রয়্যাল লন্ডন ক্লাবের সেমি ফাইনালে তাকে পাবে হ্যাম্পশায়ার।