আফ্রিদি-ক্যালিসদের পেছনে ফেললেন সাকিব

ছবি:

আরও একটি মাইলফলকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আর আফগান সিরিজের শেষ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করে ফেললেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান ও ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের নামের পাশে রয়েছে ১০ হাজার ৫১২ রান।
অন্যদিকে বল হাতে বিশ্বসেরা এই অলরাউন্ডার নিয়েছেন মোট ৫০০টি। সিরিজের তৃতীয় টি-টুয়েন্টিতে নাজিব উল্লাহ জাদরানের উইকেট তুলে নিয়ে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই বাঁহাতি অলরাউন্ডার।

পাশাপাশি সবচেয়ে দ্রুততম ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের মালিক হন তিনি। সাকিবের আগে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১০ হাজার রান এবং ৫০০ উইকেটের এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল দুইজন।
এরা হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। রেকর্ডটি স্পর্শ করতে ক্যালিসের লেগেছিল ৪২০ ম্যাচ। আর আফ্রিদিকে খেলতে হয়েছে ৮৭৭ ম্যাচ।
সেখানে মাত্র ৩০১ ম্যাচ খেলেই নামের পাশে ১০ হাজার রান ও ৫০০ উইকেট যোগ করে ফেলেছেন সাকিব।