এবার সাকিবের শিকার নাজিবুল্লাহ

ছবি:

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার আহমেদ শাহজাদ ও উসমান গনি। দলীয় ৫৫ রানে আফগান ওপেনার আহমেদ শাহজাদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেন নাজমুল ইসলাম অপু। শাহজাদের ব্যাট থেকে এসেছে ২৬ রান।
এর ঠিক পরের ওভারেই ১৯ রান করা আরেক ওপেনার উসমান গনিকে উইকেটের পেছনে মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন টাইগার পেসার আবু জায়েদ রাহী। এরপর ব্যাট হাতে ঝড় তুলতে থাকেন আফগান অধিনায়ক আসগর স্ট্যানিকজাই।
আরিফুলের করা ১৩ তম ওভারের প্রথম চার বলেই তুলে নেন ১৩ রান। তবে, পঞ্চম বলে সাব্বির রহমানকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৭ রানে আউট হন তিনি। এই ম্যাচে ব্যাট হাতে দাঁড়াতে পারেননি আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীও। তিনি মাত্র ৩ রান করে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়েছেন রাহীর বলে।

১৯তম ওভারে এসে ১৫ রান করা নাজিবুল্লাহ জাদরানকে লং অনে মাহমুদুল্লাহর ক্যাচ বানিয়ে আউট করেছেন সাকিব আল হাসান।
১৯ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৪২ রান।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরিফুল হক, মেহেদি হাসান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম, আবু জায়েদ।
আফগানিস্তান একাদশঃ
মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম