বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

ছবি:

সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশ দলের। আজ সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে হারলেই প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জায় পড়তে হবে বাংলাদেশের।
অন্যদিকে হোয়াওট ওয়াশ এড়ানোর মিশন বাংলাদেশ দলের। চলতি মাসের শেষেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। সেই সফরের আগে একটি দাপুটে জয়ই ফিরিয়ে দিতে পারে টাইগারদের হারানো আত্মবিশ্বাস।
দুই দলই সিরিজের শেষ ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর স্ট্যানিকজাই। ফলে ফিল্ডিং করতে নামবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। একাদশে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ, আরিফুল হক ও আবু জায়েদ রাহী।
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাশ, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, আরিফুল হক, মেহেদি হাসান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম, আবু জায়েদ।
আফগানিস্তান একাদশঃ
মোহাম্মদ শাহজাদ (উইকেট রক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, শফিকুল্লাহ শফিক, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, রশিদ খান, মুজিব উর রহমান, আফতাব আলম