promotional_ad

হাথুরুর মতোই স্বাধীনতা পাবেন স্টিভ রোডস

promotional_ad

বাংলাদেশের প্রধান কোচ হিসেবে কাজ করার সময় নজিরবিহীন স্বাধীনতা নিয়ে কাজ করেছেন চান্ডিকা হাথুরুসিংহে। ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ভারতীয় কোচ মহিন্দর অমরনাথ।


তাকে যদি বাংলাদেশের হয়ে পূর্ণ সময়ের প্রথম কোচ হিসবে ধরা হয় তবে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে স্বাধীনতা ভোগ করা কোচ হচ্ছেন হাথুরুসিংহে। হাথুরুসিংহের আগে ক্যারিবিয়ান কোচ গর্ডন গ্রিনিজ এদেশের ক্রিকেটের উন্নয়নে বড় অবদান রেখেছেন।



promotional_ad

তারপর ডেভ হোয়াইটমোরও এদেশের ক্রিকেটের মোড় বদলে দিয়েছেন। তবে এদের কেউই কর্তৃত্ব ফলাতে পারেননি হাথুরুসিংহের মতো। তাকে দল নির্বাচনে স্বাধীনতা দিতে নির্বাচক প্যানেলেও জায়গা দিয়েছিল বিসিবি।


তবে দৃষ্টিকটু ভাবে মেয়াদ শেষের আগেই বাংলাদেশের দায়িত্ব ছাড়েন হাথুরু। বিসিবি বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে সম্প্রতি নিয়োগ দিয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসকে। তাকেও হাথুরুসিংহের মতোই স্বাধীনতা দেয়া হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।



'স্টিভ রোডসকে পুরো স্বাধীনতা দেয়া হবে হাথুরুসিংহেকে যেমনটা দেয়া হয়েছিলো। আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে একজন কোচের দায়িত্ব হচ্ছে যে শিক্ষকের মতো আর শিক্ষকের উপরে কথা বলার দরকার নেই। তাঁর একটি পরিকল্পনা থাকে, সে সবকিছু করে। আর সে যদি করতে না পারে তখন এটি নিয়ে প্রশ্ন আসে। তবে যতক্ষণ পর্যন্ত তাঁকে সুযোগ দেয়া হবে ততক্ষণ তাঁর মতো করে চলুক এবং সেজন্য তাঁর যা যা সাপোর্ট লাগবে বোর্ড সেই সাপোর্ট সর্বদা দিবে এতে কোনো সন্দেহ নেই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball