বাংলাদেশকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান স্টিভ রোডস

ছবি:

চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন গেল বছরের অক্টোবরে। এরপর কেটে গেছে প্রায় আট মাস। কোচের পদটা ছিল শূন্য। অবশেষে নতুন দীর্ঘ প্রতিক্ষার পর নতুন কোচ পেয়েছে বাংলাদেশ দল।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডসকে। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বাংলাদেশ দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রোডস।
বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত টাইগার কোচ রোডস। বিশ্বকাপের বাকি মাত্র ১ বছর, ফলে ইংল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ দল কেমন করবে? টাইগারদের নতুন কোচ অবশ্য বিশ্বাস রাখছেন তাদের উপর। রোডসের মতে সাকিব-তামিমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেই প্রমাণ করেছে তারা ইংলিশ কন্ডিশনে যে তারা ভালো খেলে।

ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির গত আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ দল। বাংলাদেশের নব নিযুক্ত এই কোচের স্বপ্ন ভবিষ্যতে এমন প্রেক্ষাপট আসলে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যেতে চান তিনি। এটি হতে পারে আগামী বিশ্বকাপই।
এই প্রসঙ্গে রোডস বলেছেন, "ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ খুবই ভাল খেলেছে। তারা প্রমাণ করেছে যে ইংলিশ কন্ডিশনেও তারা পারঙ্গম। ওই আসরের সেমিফাইনালে খেলাটা তাদের অনেক বড় এক সাফল্য। যেহেতু ওরা ওই পর্যন্ত যেতে পেরেছে সেহেতু বিশ্বকাপের ফাইনালের স্বপ্ন আমরা দেখতেই পারি। আর সেটা হবে দারুণ কিছু।"
বাংলাদেশ দলের কোচ হওয়া প্রসঙ্গে স্টিভ রোডস বলেছেন, "প্রথমত আমি সবাইকে বলতে চাই আমি কতটা গর্বিত বাংলাদেশ দলের দায়িত্ব পেয়ে। এটি দারুণ একটি ক্রিকেট জাতি। তাদের সমর্থকেরাও অসাধারণ। যদিও তাদের প্রত্যাশা কখনও অনেক উঁচুতে থাকে এবং যার দরুন হতাশ হতে হয় তাদের মাঝে মাঝে। বিসিবি প্রেসিডেন্ট আমাকে অনেক বড় একটি দায়িত্ব দিয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের ক্রিকেটের সাথে যোগ দিতে পেরে অসাধারণ বোধ করছি।"