বাংলাদেশের নতুন কোচ স্টিভ রোডস

ছবি:

চান্ডিকা হাথুরুসিংহে বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের প্রধাণ কোচের পদটা খালি পড়ে ছিল। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে টাইগারদের নতুন কোচের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টাইগারদের নতুন কোচ হয়েছেন সাবেক ইংলিশ ক্রিকেটার স্টিভ রোডস। বিসিবির সাথে কথা বলতে আজই ঢাকায় এসেছেন তিনি। রোডসের সাথে কথা বলে বিসিবি তাকে বাংলাদেশ দলের কোচ করার জন্য সম্মত হয়েছে।
বিসিবি অনেকদিন ধরেই ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ, ফিল্ডিং কোচ অথবা ডাইরেক্টর অফ কোচ অথবা কনসাল্টেন্ট হিসেবে অনেককেই নিয়োগের দেয়ার চেষ্টা করছিল। তবে, এবার প্রধাণ কোচ হিসেবেই নিয়োগ দেয়া হচ্ছে স্টিভ রোডসকে। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
"'আমরা অনেকগুলো পজিশনের জন্যই কথা বলছি। আমরা হেড কোচের জন্য কথা বলছি, ব্যাটিং পরামর্শক, ব্যাটিং কোচ এরপরে আমাদের ফিল্ডিং, আবার ডাইরেক্টর অফ কোচ অথবা কনসাল্টেন্ট এধরণের লোকজনের সাথেও আমরা কথা বলেছি। সবগুলো নিয়ে এখন পর্যন্ত আপনাদের সাথে সর্বশেষ যা বলেছিলাম যে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে আমরা চেষ্টা করছি অন্তত হেড কোচটি চূড়ান্ত করে ফেলতে যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ।"

কিছুদিন আগেই গ্যারি কারস্টেনের কাছে কোচ নিয়োগে সহায়তা চেয়েছিল বিসিবি। তার নিজের পছন্দের কোচদের একটি তালিকা ছিল। এমন একটি তালিকা ছিল বিসিবির হাতেও। সেই দুই তালিকাতেই কমন ছিল স্টিভ রোডসের নাম। ফলে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়ে গেছেন এই সাবেক ইংলিশ ক্রিকেটার।
"আজকে আপনাদের সামনে এটাই বলছি যে স্টিভ রোডস, আপনারা হয়তো অনেকেই আগে জানতে পেরেছেন যে আমাদের টপ লিস্টে উনি ছিলেন এবং গ্যারি কারস্টেনের যে লিস্ট আর আমাদেরটি একই ছিলো অনেকটা। কারস্টেনের দেয়া লিস্ট এবং আমাদেরটার মধ্যে কমন ছিলো সে। আজকে আমরা তাঁর সাথে সামনাসামনি কথা বলেছি। আর কথা বলে পুরোপুরি সন্তুষ্ট এবং আমরা রাজি হয়েছি, তিনিও রাজি হয়েছেন। আর আমি খুশি আপনাদের জানাতে পেরে যে এখন থেকে বাংলাদেশের নতুন কোচ হচ্ছে স্টিভ রোডস।'"
খেলোয়াড়ি জীবনে ১৯৮৯ সালে ওয়ানডে অভিষেকের পর দলের হয়ে ৯টি ম্যাচ খেলেন। পাঁচ বছর পর টেস্ট অভিষেক ক্যারিয়ারে ১১টি ম্যাচে নামেন রোডস।মূলত প্রথম শ্রেণীর ক্রিকেটে দূতি ছড়িয়েছেন এই উইকেট রক্ষক। ৪৪০ ম্যাচে প্রায় ১৫ হাজার রান করেছেন।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৭৭ ম্যাচে ৪ হাজার ৩৬৩ রান রয়েছেন রোডর্সের। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই কোচের। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০১০ সালে কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে খেলেন বাংলাদেশ বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
সেবার রোডস ছিলেন দলটির ডিরেক্টর অব ক্রিকেট। সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান অবশ্য উস্টারশায়ারের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ২০১৬ সালে রোর্ডসকে জাতীয় দলের স্টাফ হিসেবেও নিয়োগ দিয়েছিল।