ভারত জয় ছিল স্বপ্ন পূরণের মতঃ রুমানা

ছবি:

পাকিস্তান ভারতের পর বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষেও জিতেছে বাংলাদেশের নারীরা। ফলে প্রথম বারের মত মহিলা এশিয়া কাপের ফাইনালে উঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
থাইল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার আগের দিন টাইগ্রেসরা হারিয়েছে ভারতকে। টানা ৩৫ ম্যাচে জয়ের মুখ দেখা ভারত বুধবার বাংলাদেশের নারীদের সামনে দাঁড়াতেই পারেনি।
আর ভারতকে হারানো নাকি স্বপ্নপূরণ হওয়ার মত ছিল বাংলাদেশের জন্য। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক রুমানা আহমেদ।
ভারতের বিপক্ষে জয়ে টাইগ্রেসদের জয়ের নায়িকা ছিলেন তিনি। ব্যাট হাতে ৪২ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। তাই স্বপ্নপূরণের কথা জানিয়েছেন ক্রিকইনফোকে। সেখানে জানান,

'ইন্ডিয়ার মত দলকে হারানো ছিল স্বপ্ন পূরণ করার মত। আর সত্যি সেটা পুরন হয়েছে। '
এদিকে ভারতকে হারানোর পর হোটেলে পৌঁছানোর পর বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে জয়ের আগের দিন পাকিস্তানকেও হারিয়েছিল নারীরা। রুমানা আরও জানান,
হোটেলে পৌঁছানর পর লবিতে আমাদেরকে শুভকামনা জানায় পাকিস্তান দল। আমরা তাদের আগের দিন হারিয়েছি আর তারা আজ আমাদের শুভকামনা জানাচ্ছিল ভারতকে হারিয়েছি বিধায়।
এছাড়াও রুমানা আরও মনে করেন, বাংলাদেশের নারীদের আরও বেশি ম্যাচ খেলা প্রয়োজন। তাদেরকে আরও বেশি ম্যাচ খেলতে দিলে আরও দ্রুত তারা উন্নতি করবেন বলেও জানান তিনি। তার ভাষায়,
'এটা সত্যি খুব কষ্টের ব্যাপার যখন আপনাকে ম্যাচ খেলার জন্য অনেক দিন অপেক্ষা করতে হয়। র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল আইসিসি উইমেন্স চ্যাম্পিয়ন্সশিপে অংশ নেয়।
তাদের দেখে মনে হয় আমরা ক্রিকেটে এখনও বেশি যোগ্যতা অর্জন করিনি। আমি আশা করছি এবার জিনিষ গুলো ঘুরে দাঁড়াবে। '