আজ তো আমাদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশনঃ সাকিব

ছবি:

দুই ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের শঙ্কায় আছে বাংলাদেশ দল। আর দলের এমন অবস্থায় সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েও উঠে আসছে নানান প্রশ্ন।
দ্বিতীয় মেয়াদে টাইগারদের দায়িত্ব কাঁধে পাওয়া সাকিব টি-টুয়েন্টিতে নিজেকে দলকে বিশ্বের কাছে সেভাবে মেলে ধরতে পারছেন না। যেকারণে সাকিব এবং তার দলকে নানা সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে।
আর সাকিব নিজেও দলের এমন অবস্থার কারন হয়তো জানেন না। নিজের দলের জন্য অবদান রাখতে পারছেন না। আইপিএলে ভালো খেলে আসা সাকিব দেরাদুনে ব্যাট এবং হাতে নিজেকে খুঁজে পাচ্ছেন না।

নিজের এবং দলের এমন হতাশাজনক পারফর্মেন্সের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরও নেই তার কাছে। অধিনায়ক সাকিব দলের পারফরম্যান্স নিয়ে কিছু বলার অনুরোধ একের পর এক ফিরিয়ে দিয়েছেন সাংবাদিকদের। জানিয়েছেন,
‘সিরিজ শেষ হোক। কাল (আজ) তো সব প্রশ্নের উত্তর দেবই।’
অন্যদিকে অতিত ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান সাকিব। হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন নিয়েই নামবে তার দল। সাকিব আরও জানান,
‘কেন থাকবে না! কাল (আজ) তো আমাদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন।’ কথাটা বলেই হেসে ফেলেন সাকিব, ‘এই তো...লেখার একটা কিছু পেয়ে গেলেন।’