ঢাকায় স্টিভ রোডস

ছবি:

প্রায় সাত মাস কোচ ছাড়া ছিলেন সাকিব আল হাসান-তামিম ইকবালরা। তবে খুব সম্ভবত এবার তাদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
শোনা যাচ্ছে দ্রুতই কোচ পাবে টাইগাররা। আর এই হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন ইংলিশ কোচ স্টিভ রোডস।
বৃহস্পতিবার দুপুরে বিসিবি সভাপতির সাথে বৈঠক করার কথা রয়েছে তার। বর্তমানে সেখানে গিয়েছেন তিনি। সেখানে নিজের কর্ম পরিকল্পনা উপস্থাপনা করতে পারেন তিনি।

এছাড়াও অপারেশন্স কমিটির চেয়ারম্যান এবং টাইগারদের সাবেক অধিনায়ক আকরাম খানও রয়েছেন সেখানে। রোডসের সঙ্গে কথা বার্তা শেষেই তাকে দায়িত্ব দেয়া হবে নাকি সেটা নিশ্চিত হওয়া যাবে।
ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোচ চূড়ান্ত করতে চায় বোর্ড। সাবেক এই উইকেট-রক্ষক ব্যাটসম্যান বর্তমানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিলেকশন স্কাউট হিসেবে কাজ করছেন।
ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট ও ৯ ওয়ানডে খেলেছেন এই উইকেট রক্ষক। এছাড়াও খণ্ডকালীন দায়িত্বে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচের দায়িত্বেও ছিলেন রোডস। আর ২০০২ সালে জিম্বাবুয়ে যুব দলের কোচ ছিলেন ৫৩ বছর বয়সী এই কোচ।