শেষ ম্যাচে বিশ্রাম পাচ্ছেন রশিদ খান

ছবি:

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাংলাদেশ দলের। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে সাকিব আল হাসানের দল।
তিন ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য অবশ্য সুখবর দিয়েছে আফগানিস্তান টিম ম্যানেজম্যান্ট। শোনা যাচ্ছে শেষ ম্যাচে লেগ স্পিনার রশিদ খানকে বিশ্রাম দিতে পারেন তারা।
স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদেরকেও পরীক্ষা করে দেখতে চান তারা। যেকারণে এই ম্যাচে সাইড বেঞ্চে বসতে পারেন ১৯ বছর বয়সী এই লেগ স্পিনার।

এখন পর্যন্ত দুই ম্যাচেই বল হাতে আলো ছড়িয়েছেন তিনি। পর পর দুই ম্যাচে হয়েছেন ম্যাচ সেরা। টাইগার ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছেন ঘূর্ণি দিয়ে।
তাই শেষ ম্যাচে তাকে বিশ্রাম দিলে কিছুটা হলেও স্বস্তি পাবে বাংলাদেশ দল। ২ ম্যাচে ৭ উইকেট নেয়া রশিদকে ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে বিশ্রাম দেয়া নিয়ে বলা হয়,
'সিরিজ জেতানোর জন্য রশিদকে ধন্যবাদ। কিন্তু সামনে ভারতের সাথে আমাদের টেস্ট ম্যাচ। আর ঐতিহাসিক এই ম্যাচের আগে আমরা তাকে বিশ্রাম দিতে চাচ্ছি। টেস্টটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য তাই তাকে চাঙ্গা রাখার জন্যই শেষ ম্যাচে একাদশের বাইরে রাখা হতে পারে।'
আফগানিস্তানের সম্ভাব্য একাদশঃ মোহাম্মদ শেহজাদ, উসমান ঘানি, আসগর স্ট্যানিকজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, সমিউল্লাহ সানওয়ারি, শাফিকুল্লাহ, রাশিদ খান/ হজরতউল্লাহ জাজাই, করিম জানাত, শফুর জাদরান, মুজিবুর রহমান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন/মেহেদী মিরাজ, সৌম্য সরকার/আরিফুল হক, আবু হায়দার, রুবেল হোসেন, নাজমুল ইসলাম।