আয়ারল্যান্ডের টি-টুয়েন্টি অধিনায়ক বদল

ছবি:

আয়ারল্যান্ড ক্রিকেট দলের টি২০ অধিনায়ক পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন উইলিয়াম পোর্টারফিল্ড। তার পরিবর্তে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে আইরিশদের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান গ্যারি উইলসনকে।
মূলত টেস্ট ও ওয়ানডেতে নজর দেয়ার জন্যই টি২০ ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছেন পোর্টারফিল্ড। ২০০৮ সালে ট্রেন্ট জনস্টোনের কাছ থেকে তিন ফরম্যাটেরই নেতৃত্ব ভার পেয়েছিলেন পোর্টারফিল্ড।
আয়ারল্যান্ডের খেলা ৬১ টি টি২০ ম্যাচের মধ্যে ৬৫ টিতেই নেতৃত্ব দিয়েছেন তিনি। পোর্টারফিল্ডের চৌকশ অধিনায়কত্বে ২৬ টি টি২০তে জয় পেয়েছে আয়ারল্যান্ড। এর মধ্যে ২০০৯ সালের টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছিল পোর্টারফিল্ডের দল।

২০১৪ সালে নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল আইরিশরা। এই সবগুলো জয়ের পেছনেই ছিল পোর্টারফিল্ডের দুর্দান্ত অধিনায়কত্ব। এদিকে ৩২ বছর বয়সী উইলসন টি২০ ফরম্যাটে আয়ারল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক।
৪৬ ইনিংসে ব্যাট করে ব্যাট হাতে ৮৯১ রান করেছেন তিনি। কাউন্টি দল সারের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার। তাছাড়া, বর্তমানে তিনি ডার্বিশায়ারের টি২০ অধিনায়ক।
অধিনায়ক হিসেবে উইলসনের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে নেদারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় টি২০ সিরিজে। সিরিজটি শুরু হবে আগামী ১২ জুন। উইলসনের অধিনায়কত্বের পরীক্ষাটা এই সিরিজেই হয়ে যাবে।