রুবেলের শাস্তি

ছবি:

টাইগার পেসার রুবেল হোসেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণ বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন। ফলে তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। তাছাড়া এই পেসারকে আনুষ্ঠানিক ভাবে তিরষ্কার করেছে ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ চলাকালে আইসিসির আচরণ বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত হয়েছেন তিনি। এই পেসার আইসিসির আচরণ বিধির ২.১.৫ ধারা ভঙ্গ করেছেন।
আইসিসির এই বিধি অনুযায়ী, 'আন্তর্জাতিক ম্যাচে একজন আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি বিরোধিতা প্রকাশ করা' এই ধারাটি ভঙ্গ করেছেন বাংলাদেশের অন্যতম সেরা এই পেসার।

ঘটনাটি আফগানদের ইনিংসের ১১তম ওভারে। রুবেল হোসেন তার করা ওভারের দ্বিতীয় বলে একটি উইকেট নিয়েছিলেন। চতুর্থ বলে ব্যাটসম্যান সামিউল্লাহ শেনওয়ারির বিপক্ষে রুবেলের একটি লেগ বিফোরের আবেদন নাকচ করে দেন আম্পায়ার।
এরপর রুবেল মেজাজ হারিয়ে হাত ছড়াছড়ি করেন, মাথা ঝাকান। ম্যাচের পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে নিজের দোষ স্বীকার করেন রুবেল। তার প্রস্তাবিত শাস্তিও মেনে নেন এই পেসার।
ফলে আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন হয়নি। মাঠের আম্পায়ার ইজাতুল্লাহ শফি এবং বিসমিল্লাহ জান শিনওয়ারি, তৃতীয় আম্পায়ার আহমেদ শাহ পাকতিন এবং চতুর্থ আম্পায়ার মেহমুদ খারোতাই রুবেলের বিরুদ্ধে এই অভিযোগ আনেন।