promotional_ad

ফের অজি ক্যাম্পে পন্টিং

promotional_ad

চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন অজি কিংবদন্তী রিকি পন্টিং। সাবেক সতীর্থ জাস্টিন ল্যাঙ্গারের সহকারী হিসেবে তিনি অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেবেন।


এর আগেই দুইবার অস্ট্রেলিয়ার টি২০ দলের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন পন্টিং। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ৫ ম্যাচ ওয়ানডে ও ১ ম্যাচের টি২০ সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দেবেন এই সাবেক তারকা।


কদিন আগেই জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়া দলের তিন ফরম্যাটেরই কোচ হয়েছেন। তিনি স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অজি কোচ ড্যারেন লেম্যানের। পন্টিং অস্ট্রেলিয়া দলের সাথে যোগ দেয়ায় দারুণ ভাবে রোমাঞ্চিত অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।



promotional_ad

এই প্রসঙ্গে তিনি বলেছেন, "রিকি এই খেলার অন্যতম সেরাদের একজন। সে ইতিমধ্যেই ইংল্যান্ডে আছে কিছু কমেন্ট্রি করেছে। আমরা দারুণ একটি সুযোগ দেখছি, সে এই গুরুত্বপূর্ণ সিরিজে দলের সাথে যোগ দেয়ায়।"


এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে অস্ট্রেলিয়ার সহকারী কোচ হিসেবে কাজ করেছেন পন্টিং। সেবার অজি কোচ ড্যারেন লেম্যান ভারতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের সাথে কাজ করার প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন গিলেস্পি।


তারই সহকারী ছিলেন পন্টিং। তারপর, চলতি বছর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি২০ সিরিজে অস্ট্রেলিয়া দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন পন্টিং। প্রধান কোচের ভূমিকায় ছিলেন ড্যারেন লেম্যান।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball