একই তালিকায় রশিদ এবং আল-আমিন

ছবি:

টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার অধিনায়ক সাকিব আল হাসান। সবচেয়ে বেশী উইকেট নিলেও দলের জয়ে তার অবদান অবশ্য কম।
তবে বাংলাদেশের হয়ে উইকেট নিয়ে সবচেয়ে বেশী ম্যাচে জয়ের অবদান রেখেছেন পেসার আল আমিন হোসেন। মোট দলীয় ১৫৩ উইকেটের মধ্যে ৩৯টি নিয়েছেন তিনি।
দলের জয়ে মোট এখন পর্যন্ত ২৫.৪৯ শতাংশ অবদান রেখেছেন তিনি। তবে দলের জয়ে উইকেটের দিক দিয়ে সবচেয়ে বেশী অবদান রাখার কীর্তি রয়েছে রশিদ খানের। দলীয় মত ২১২ উইকেটের মধ্যে ৫৬টি নিয়েছেন তিনি।

আফগানদের ২৬.৪১ শতাংশ ম্যাচে জয়ের অবদান রেখেছেন এই লেগ স্পিনার। তিন নম্বরে ২৫.১৭ শতাংশ নিয়ে আছেন জেমস ফকনার। অজিদের ১৪৩ উইকেটের মধ্যে ৩৬টি নিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস আছেন তালিকার চার নম্বরে। ২৬৩ উইকেটেরমধ্যে ৬৬ উইকেট নিয়েছেন তিনি। আর ভারতের যুবেন্দ্র চহল উইকেটের দিক দিয়ে পিছিয়ে থাকলেও আছেন পঞ্চম স্থানে।
ভারতের এই লেগ স্পিনার ২১ ম্যাচে নিয়েছেন ৩৫ উইকেট। দলীয় উইকেট যেখানে ১৪১ এবং এই স্পিনারের উইকেট শতাংশ ২৪.৮২।