আরো ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবেঃ সাকিব

ছবি:

দলীয় ব্যর্থতায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে গিয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৬ উইকেটে হারায় আজগর স্টানিকজায়ের দল।
এই হারের মধ্য দিয়ে প্রথম বারের মত আফগানদের কাছে টি-টুয়েন্টি সিরিজ হারলো টাইগাররা। এদিকে সিরিজ হারের দিন ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা
উইকেটে থিতু না হয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন তারা। তবে ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বোলাররা চেষ্টা করেছেন দলকে জেতানোর। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়নি সাকিব বাহিনীর।
আর অধিনায়ক সাকিব মনে করেন এই হারের কারণ স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিলনা তাদের। ব্যাটসম্যানরা টিকে থাকতে পারেননি ফলে চাপের মধ্যে পরতে হয়েছে তাদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সাকিব জানান,

'আমরা ভালো বোলিং এবং ফিল্ডিং করেছি, তবে ১৫-২০ রান কম ছিলো আমাদের। পাশাপাশি ভালো শুরুর পর উইকেট হারাতে শুরু করেছিলাম। তারা আমাদের মাঝের ওভারগুলোতে চাপে মধ্যে রেখেছিলো
এবং আমরা উইকেট হারিয়েছি নিয়মিত। এখানেই মূলত আমরা হেরে গিয়েছিলাম। রশিদ আসলেই দারুণ বোলিং করেছে, তাদের কিছু বিশ্বমানের স্পিনার রয়েছে যারা তাদের কাজটি সঠিকভাবে করেছে।'
এদিকে হোয়াইট ওয়াশ থেকে বাচতে হলে আফগানদের বিপক্ষে আরও ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে বলেও মনে করেন ট???ইগার কাপ্তান। আর হারের দিনেও দলের বোলারদের প্রশংসা পেয়েছেন টাইগার বোলাররা। সাকিব আরও জানান,
'আমাদের আরো ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে তাদের বিপক্ষে এবং আরো বেশি পুঁজি দাঁড়া করাতে হবে ব্যাট হাতে। আমি মনে করি আমাদের সিমাররা ভালো করেছে।
এই ধরণের উইকেটে ১৩৫ রানের মতো লক্ষ্য প্রতিরোধ করা আসলেই অনেক কঠিন, তবে আমরা যেভাবে লড়াই করেছি তাতে বোলারদের কৃতিত্ব দিতেই হবে'