promotional_ad

রেটিং পয়েন্টও হারাল সাকিবরা

promotional_ad

টাইগারদের সামনে সুযোগ ছিল টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতি করার। কিন্তু আফগানিস্তানের কাছে ইতিমধ্যে সিরিজ হেরে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ দল। 


সিরিজ শুরুর আগে সমীকরণ ছিল আফগানদের হোয়াইট ওয়াশ করলেই পুরস্কার পেত সাকিব আল হাসানের দল। বর্তমানে টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে দশ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।


আর টাইগারদের আসন্ন সিরিজের প্রতিপক্ষ আফগানিস্তানের অবস্থান বাংলাদেশের উপরে।  সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হারালেই র‍্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে আসতো বাংলাদেশ দল। সেক্ষেত্রে ১০ নম্বরে নেমে যেত নবি-মুজিবরা।



promotional_ad

বাংলাদেশের পয়েন্ট গিয়ে তখন দাঁড়াত ৮২ এবং আফগানদের ৮০। তবে হোয়াইট ওয়াশের সুযোগ না থাকায় পরিবর্তন আসছে না র‍্যাঙ্কিংয়ে। এরই মধ্যে ২-০ এ সিরিজ খুইয়ে বসেছে টাইগাররা। ফলে ৭৪ রেটিং পয়েন্টে নেমে আসার সম্ভাবনা রয়েছে তাদের।


হিসাব বলছে শেষ ম্যাচে জিতলেও পয়েন্ট একই থাকবে তাদের। তবে যদি শেষ ম্যাচেও তারা হেরে যায় সেক্ষেত্রে র‍্যাংকিংয়ে অবনমন হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের।


হোয়াইট ওয়াশ হলে বাংলাদেশ সেক্ষেত্রে র‍্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খাবে। আফগানদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে ৯১ এবং বাংলাদেশের হবে ৭০। 



উল্লেখ্য যে, সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানদের কাছে ৪৫ রানে হেরেছিল বাংলাদেশ দল। এরপর দ্বিতীয়টিতে টাইগারদের ৬ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল আফগানরা। 


আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৭ তারিখে তৃতীয় ম্যাচে দেরাদুনে আবারো মাঠে নামবে দু'দল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball