রশিদের ঘুর্নিতে বিপর্যস্ত টাইগাররা

promotional_ad

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০তে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।


ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। এই ডানহাতি কোনো রান না করেই শাপুর জাদরানের বলে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।


এরপর ওপেনার তামিম ইকবালের সঙ্গে যোগ দেন হার্ডহিটার সাব্বির রহমান। এদুজনে মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে দলীয় ৩০ রানে ১৩ রান করা সাব্বিরের উইকেট হারায় বাংলাদেশ দল। তিনি নবীর বলে সামিউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন।


promotional_ad

তামিম-মুশফিকের ব্যাটে দলীয় অর্ধশতক পূরণ হয় বাংলাদেশের। এই জুটিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুশফিক ২২ রান করে নবীর দ্বিতীয় শিকার হলে ৪৫ রানের এই জুটি ভাঙে। মাহমুদুল্লাহ দারুণ শুরু পেলেও করিম জানাতের বলে বোল্ড হয়ে আউট হয়েছেন।


তামিমকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সাকিবও। এই বাঁহাতি মাত্র ৩ রান করে রশিদ খানকে মারতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়েছেন জাদরানের হাতে। ৪৩ রান করে তামিম বোল্ড হয়ে আউট হয়েছেন রশিদের বলে। এরপরের বলে মোসাদ্দেক হয়েছেন লেগ বিফোরের শিকার।


১৩.৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ১০৩ রান।


বাংলাদেশ (একাদশ): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, আবু হায়দার রনি।


আফগানিস্তান (একাদশ): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকুল্লাহ শফিক, রশিদ খান, করিম জনত, মুজিব উর রহমান, শাপুর জাদরান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball