তামিম-মুশফিকের ব্যাটে লড়ছে টাইগাররা

ছবি:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০তে মাঠে নেমেছে বাংলাদেশ দল। ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসকে হারায় বাংলাদেশ। এই ডানহাতি কোনো রান না করেই শাপুর জাদরানের বলে ডিপ স্কয়ার লেগে দাঁড়ানো রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে আউট হন।
এরপর ওপেনার তামিম ইকবালের সঙ্গে যোগ দেন হার্ডহিটার সাব্বির রহমান। এদুজনে মিলে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। তবে দলীয় ৩০ রানে ১৩ রান করা সাব্বিরের উইকেট হারায় বাংলাদেশ দল। তিনি নবীর বলে সামিউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন।

তামিম-মুশফিকের ব্যাটে দলীয় অর্ধশতক পূরণ হয় বাংলাদেশের।
৭.২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫২ রান।
বাংলাদেশ (একাদশ): তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নাজমুল ইসলাম, রুবেল হোসেন, আবু হায়দার রনি।
আফগানিস্তান (একাদশ): মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গন??, আসগর স্ট্যানিকজাই (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকুল্লাহ শফিক, রশিদ খান, করিম জনত, মুজিব উর রহমান, শাপুর জাদরান।