টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ দল

ছবি:

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আফগানরা। সিরিজে টিকে থাকতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের।
চলতি সিরিজের আগে আর একবারই বাংলাদেশ দল টি২০ ক্রিকেটে আফগানদের মোকাবেলা করেছিল। ২০১৪ সালের টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে। সেবার আফগানিস্তানের বিপক্ষে হেসেখেলে ৯ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।
তবে দীর্ঘ ৪ বছরে আফগানদের ক্রিকেটের চিত্রটাই বদলে গেছে। দারুণ খেলে র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে জায়গা করে নিয়েছে তারা। আর বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে। এদিকে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচটি আজ মাঠে গড়াবে রাত সাড়ে ৮ টায়।

ইতিমধ্যে এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
আফগানিস্তান স্কোয়াড:
আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, নজীবুল্লাহ তারাকাই, নজীবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারী, শফিকউল্লাহ শাফাক, দারউইশ রাসুলি, মোহাম্মদ নবী, গুলাবদিন নাইব, করীম জান্নাত, রশিদ খান, শারাফউদ্দীন আশরাফ, মুজিব উর রহমান, শাপুর জাদরান, আফতাব আলম।
বাংলাদেশ স্কোয়াড:
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি এবং আবু জায়েদ রাহি।