নতুন কিউরেটর নিয়োগ দিচ্ছে বিসিবি

ছবি:

চলতি বছরের শুরুতেই টানা দুই টেস্টে বাংলাদেশের প্রধান দুই ক্রিকেট ভেন্যুর উইকেট ডিমেরিট পয়েন্ট পেয়েছিল। এরপরই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের পরিকল্পনা ছিল একটি কিউরেটর প্যানেল গঠনের। সেই লক্ষ্যে আরও দুজন বিদেশী কিউরেটর নিয়োগ করার পরিকল্পনা ??রে বিসিবি।
কিছুদিন আগেই বিসিবির কিউরেটর হিসেবে যোগ দেন ভারতীয় কিউরেটর প্রবীন হিংনিকার। তার পাশাপাশি আরও একজনকে নিয়োগ দিতে চলেছে বিসিবি। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন।
এদিকে, বিসিবির প্রধান কিউরেটর হিসেবে বেশ অনেকদিন ধরেই কর্মরত আছেন লঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। এরই মধ্যে তিনি মিরপুর শের ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের কিউরেটর হিসেবে কাজ করেছেন। তার সঙ্গে নতুন দুজনকে বাংলাদেশের অন্যান্ন মাঠগুলোর দায়িত্ব ভাগ করে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।

'আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গামিনি ডি সিলভা বেশ কিছুদিন থেকে কাজ করছিলেন। বিভিন্ন আইসিসির ইভেন্টগুলোতে বেশ সফলতার সাথে কাজ করেছেন। এক্ষেত্রে বাইরে থেকে আরো দুইজন কিউরেটর নেয়ার পরিকল্পনা নিয়েছিলো বোর্ড এবং তারই ধারাবাহিকতায় একজন বোর্ডের সাথে যোগ দিয়েছেন। আমরা আশা করছি খুব দ্রুতই আরো একজন কিউরেটর যোগ দিবে। আমরা বাংলাদেশের যে মাঠগুলো আছে সেই মাঠগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে তাদের কাজ ভাগ করে দিবো বলে পরিকল্পনা আছে আমাদের।'
মূলত খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের কিউরেটরের দায়িত্ব দেয়ার জন্যই নতুন একজনকে খুঁজছে বিসিবি। আপাতত কাজগুলো এভাবে ভাগ করে দিলেও পরে কাজের পরিধি নির্ধারণ করে দেয়া হবে বলে জানালেন নিজাম উদ্দিন সুজন।
'ইতিমধ্যে দুইজন কাজ করছেন। আরেকজন দ্রুত যোগ দিবেন। প্রাথমিক পর্যায়ে আমাদের তিন জন কিউরেটর আছেন তাদের মধ্যে গামিনি ডি সিলভা ঢাকা এবং চিটাগাংয়ে কাজ করছেন এরই মধ্যে। আর আরেকজনকে খুলনা এবং সিলেটে দেয়ার পরিকল্পনা আছে আমাদের। এভাবেই আমরা আপাতত ভাগ করে দিচ্ছি। পরবর্তীতে কাজের পরিধি নির্ধারণ করা হবে।'