রোডসের সঙ্গে থাকছেন কারস্টেনও?

ছবি:

কোচ নিয়ে প্রায় ৬ মাসের বেশী সময় ধরে বিপাকে আছে বাংলাদেশ। তাই কোচের সমস্যা মেটাতে দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেনকে বাংলাদেশে নিয়ে এসেছে বিসিবি।
এখানে আসার পর তার সঙ্গে কয়েক দফা বৈঠক করে বিসিবি। এছাড়াও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গেও আলাপ করেন তিনি। বিসিবিকে কোচ নিয়ে সমস্যার সমাধানও দিয়ে যান এই প্রোটিয়া।
দেশে ফেরার আগে জানিয়ে গিয়েছিলেন, আসন্ন উইন্ডিজ সফরের আগেই নতুন কোচ পাবে বাংলাদেশ। আর সেটাই হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে স্টিভ রোডসকে দায়িত্ব তুলে দিবে বিসিবি।
এদিকে কোচ নির্বাচনে কারস্টেনের বড় ভুমিকা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। জানিয়েছেন রোডসের সঙ্গে কারস্টেনও থাকবেন বাংলাদেশের সঙ্গে।

তবে কোন পদে নয়। টাইগারদের ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবেন ভারতের বিশ্বকাপ জয়ী এই কোচ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন,
এই' পর্যায়ে তাঁর সাথে আমাদের যে চুক্তি ছিলো সেটি হচ্ছে এই কোচ নিয়োগ দেয়া নিয়েই এবং ভবিষ্যতে কারস্টেন বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃক্ত থাকবেন এমন কথাই আমাদের সাথে হচ্ছে। আমরা আশা করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে যেকোনো সময়ে তিনি থাকবেন।'
এদিকে শুধু হেড কোচ ছাড়াও ব্যাটিং পরামর্শক এবং আরও দুই একটি জায়াগ নিয়েও কাজ করছে বিসিবি। হেড কোচ চূড়ান্ত হয়ে যাওয়ার পরই বাকি সবকিছুও ঠিক হয়ে যাবে বলে জানান তিনি। নিজাম আরও বলেন,
'আমরা শুধু হেড কোচ না, ব্যাটিং পরামর্শক এবং আরও দুই একটি জায়গাতেও কাজ করছি। আমরা আশা করছি যে অন্তত হেড কোচটি চূড়ান্ত হওয়ার পরেই।
আপনারা জানেন যে অন্যান্য সাপোর্ট স্টাফ যারা থাকে তারা মূলত হেড কোচের অধীনেই কাজ করে। তাই হেড কোচ চূড়ান্ত করার পরেই আমরা অন্যান্য বিষয় গুলো চূড়ান্ত করার ব্যাপারে কাজ করবো।'