promotional_ad

দুই একদিনের মধ্যেই বিসিবির সাথে বসবেন রোডস

promotional_ad

বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী কোচ হিসেবে দায়িত্ব নিতে আগামী দুই একদিনের মধ্যেই বিসিবির কাছে সাক্ষাৎকার দিতে আসবেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার স্টিভ রোডস।


বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার এমনটাই নিশ্চিত করেছেন। নিজামউদ্দিন আরো জানিয়েছেন দুইয়ে দুইয়ে চার মিলে গেলে যে রোডসকেই নিয়োগ দেয়া হবে সাকিব তামিমদের কোচ পদে। এই প্রসঙ্গে তিনি বিসিবির এই কর্মকর্তা বলেছেন,



promotional_ad

'স্টিভ রোডস আমাদের শর্ট লিস্টে আছে। কোচ যারা আছেন তাদের মধ্যে থেকে উনি একজন। আমরা আশা করছি আগামী দুই তিন দিনের মধ্যে তিনি এসে আমাদের বোর্ডের সাথে দেখা করবেন এবং আপনারা দেখেছেন যে রিচার্ড পাইবাস বা ফিল সিমন্সরা এসেছিলেন। এরই ধারাবাহিকতায় স্টিভ রোডসও বোর্ডের সংশ্লিষ্ট মানুষদের সাথে দেখা করে সাক্ষাৎকার দিবেন।'


রোডস ছাড়াও আর কে কে আছেন তালিকায় সেটি অবশ্য প্রকাশ করতে চাননি নিজামউদ্দিন। তবে রোডস আসলে তাঁর পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হবে সেটি নিশ্চিত করেছেন তিনি। বিশেষ করে আগামী বিশ্বকাপ নিয়ে তাঁর মতামতকে গুরুত্ব দেয়া হবে বলে উল্লেখ করেন বিসিবির প্রধান নির্বাহী। এই প্রসঙ্গে তাঁর ভাষ্য,



'আমাদের শর্ট লিস্টের নম্বর একটি আছে, তবে সেটি তো সবার সামনে প্রকাশ করার মতো বিষয় না। লিস্টে স্টিভ রোডস আছে, তিনি আসছেন আর এসে আমাদের সাথে দেখা করবেন। বোর্ডে আসলে ওনার একটি পরিকল্পনা হয়তো চাওয়া হবে এবং সেভাবেই ওনার সাথে যোগাযোগ করা হয়েছে যে বাংলাদেশ দল যেন আগামী বিশ্বকাপ এবং টি টুয়েন্টি বিশ্বকাপে কিভাবে ভালো করতে পারে। বোর্ড কিভাবে চায় কিংবা উনি কিভাবে চান সেটা জানার জন্য আগে আমাদের বসতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball