আফগান জুজু কাটাতে পারবে টাইগাররা?

ছবি:

সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে ৪৫ রানের অপ্রত্যাশিত হার। তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়াতে হলে আগামী ম্যাচে ঘুরে দাঁড়ানো ছাড়া উপায় নেই বাংলাদেশ দলের।
এদিকে রশিদ খানের আফগানরাও সিরিজ জিততে যায় দেরাদুনে ৫ই জুন অনুষ্???েয় ম্যাচে। বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে উত্তেজনাপূর্ণ এই ম্যাচটি।
ম্যাচের আগে মানসিকতায় টগবগে আফগানরা। প্রথম টি-টুয়েন্টিতে তাদের ব্যাটসম্যান এবং বোলারদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। অপ্রতিরোধ্য ছিলেন রশিদ খান।

মুশফিকুর রহিম, সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের উইকেট নিয়ে ভেঙ্গে দিয়েছেন টাইগারদের ব্যাটিং লাইনআপ। এছাড়া পিছিয়ে ছিলেন না আরেক স্পিনার মুজিব উর রহমান।
ইনিংসের প্রথম বলেই নিয়েছিলেন তামিম ইকবালের উইকেট। শাপুর জাদরান শুরুর দিকে খরুচে থাকলেও শেষদিকে এসে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট সহ আরও দুইটি উইকেট।
সব মিলিয়ে শক্তিমত্তায় দারুণ আত্মবিশ্বাসী তারা। অপরদিকে প্রথম টি-টুয়েন্টিতে সাকিব আল হাসান এবং অকেশনাল বোলার মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া সেভাবে জ্বলতে দেখা যায়নি কাউকে।
কাজেই ফর্মের বিবেচনায় দেরাদুনে কিছুটা পিছিয়ে থেকেই এই ম্যাচে নামতে হচ্ছে। এদিকে দেরাদুনের উইকেটটি যে আগের দিনের মতো স্পিন নির্ভর উইকেট থাকবে সেটা অনেকটাই বলা যায়।