ক্রিকেটারদের মানসিকতায় সমস্যা দেখছেন সুজন

ছবি:

দেরাদুনে রশিদ-মুজিবদের স্পিন ভয়ই কাল হয়েছে। সিরিজের প্রথম টি২০তে ১৬৮ রানের জবাবে বাংলাদেশ থেমে গিয়েছে ১৯ ওভারে ১২২ রানেই। টাইগারদের এই হারের পেছনে ক্রিকেটারদের মানসিকতাকেই দায়ী করছেন বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
‘আমরা ছেলেদের নিয়ে খুব হতাশ। এত অনুশীলন করানো হয়, এত কিছু হয়। তবুও তারা কেন মাঠে এসে করে দেখাতে পারে না, তা আমার জানা নেই। আমার কাছে যেটা মনে হয়েছে, সততার সঙ্গে যদি, বলি, খেলোয়াড়েরা মানসিকভাবে শক্ত নয়।’
টসে হেরে আগে ব্যাট করে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে আফগানিস্তানের সংগ্রহ ছিল ১০৫ রান। শেষ ৪ ওভারে রাহী-রাজুদের তুলোধোনা করে ৬২ রান তুলে নেয় আফগানরা! এই চার ওভারেই খেলোয়াড়দের মানসিকতার পার্থক্য বুঝিয়ে দিয়েছে বলে জানিয়েছেন সুজন।

‘শেষ ৪ ওভারে রাহী (আবু জায়েদ), আবুল হোসেন ও রুবেলরা ৬২ রান দিয়েছে। অথচ তার দুই ওভার আগেই রিয়াদ দুই উইকেট নিয়ে চাপ সৃষ্টি করেছিল। সেখান থেকে আমরা যেভাবে বল করলাম আর তারা যেভাবে ব্যাট করল, এটা মানসিক চাপ ছাড়া তো কিছুই নয়।’
বল হাতে মাহমুদুল্লাহ-সাকিব দারুণ করেছেন। ব্যাট হাতে লড়াই করেছেন মাহমুদুল্লাহ ও লিটন দাস। আর কেউই বলার মতো কিছু করতে পারেননি। সুজন মনে করেন, দলের সিনিয়র খেলোয়াড়রা না থাকলে বাংলাদেশ খুবই সাধারণ একটা দল।
‘সাকিব যেভাবে পরিকল্পনা করে খেলে বা ম্যাচ রিড করে, অন্যান্য সিনিয়র খেলোয়াড়দের মধ্যেও এটা আছে। এই সিনিয়রগুলো যদি হঠাৎ করে সরে যায়, এদের আমরা না খেলাই, তাহলে বাংলাদেশ কিন্তু খুবই সাধারণ একটা দল।’