দ্রুত কোচের অপেক্ষার অবসান হচ্ছে?

ছবি:

হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের প্রধান কোচের পদটা খালি পড়ে আছে। নিজেদের পছন্দ মতো কোচ পাচ্ছে না বিসিবি। এই সমস্যা থেকে বের হয়ে আসতে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেনের দ্বারস্থ হয়েছেন তারা।
কেমন কোচ চায় বাংলাদেশ দল? খেলোয়াড় ও সংশ্লিষ্টদের মতামত নেয়ার জন্য বাংলাদেশেও এসেছিলেন এই প্রোটিয়া কোচ। জানিয়েছিলেন খুব দ্রুতই নতুন কোচ পাবে টাইগাররা। সময় বেঁধে দিয়েছিলেন ১৫ জুনের মধ্যে।
সোমবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে আশার বাণী শুনিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন। তিনি বলেছেন, খুব দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার অপেক্ষায় তারা। কারস্টেন বিসিবির তালিকায় থাকা কোচদের সাথেও কথা বলবেন বলে জানিয়েছেন তিনি।

"গ্যারি কারস্টেন আমাদের যে পরামর্শ দিচ্ছেন এটা শুধু তার তথ্য অনুপাতে না। আমাদের কাছে যে নামগুলো ছিল, যে আন্তর্জাতিক কোচদের সাথে আমরা কথা বলেছি, তারাও কারস্টেনের তালিকায় আছেন। ফলে আমরা আশা করছি খুব দ্রুতই আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।"
ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পর লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ ও নিদাহাস ট্রফিতেও প্রধান কোচকে ছাড়াই খেলেছে বাংলাদেশ দল। নিদাহাস ট্রফির পর এবার আফগানিস্তান সিরিজেও বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।
কোচ নিয়োগ প্রক্রিয়া দীর্ঘই হচ্ছে বাংলাদেশ দলের। তবে কবে এই সমস্যার সমাধান হবে তা এখনও নিশ্চিত করে জানাতে পারেননি কেউ। প্রধান কোচকে ছাড়া মাঠের ক্রিকেটেও বেশ ছন্নছাড়া বাংলাদেশ দল। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৫ রানে হেরেছে তারা।