চাপের কথা স্বীকার করলেন লিটন

ছবি:

তিন ম্যাচ টি২০ সিরিজের প্রথমটিতে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিলেন আফগানিস্তানের দুই স্পিনার রশীদ খান ও মুজিব উর রহমান। প্রথম ম্যাচে তারাই পথের কাটা হয়ে দাঁড়িয়েছিলেন।
দুজই আইপিএলে খেলেছেন এখানকার আবহাওয়া সম্পর্কে বেশ ভালো জানা শোনা আছে। আর অচেনা কন্ডিশনের সাথে আফগানিস্তানের স্পিন জুজুর ভয়ে প্রথম ম্যাচটা হেরেই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশ দলকে। টাইগার ব্যাটসম্যান লিটন দাস অবশ্য প্রশংসাই করেছেন আফগানিস্তানের দুই স্পিনারের।
তবে, একসময় বলেই ফেললেন, টি-টোয়েন্টিতে ওই দুজনের চার-চার আট ওভারকে সমীহ করলে হাতে থাকে মাত্র বারোটা ওভার। খেলাটা ওখানেই কঠিন হয়ে যাচ্ছে। স্বীকার করলেন বাড়তি চাপের কথাও।

"আগেও বলেছি, আপনারাও জানেন যে ওরা খুব ভালো বোলার। আইপিএল খেলেছে। ভালো বোলিং করছে। টি২০ ২০ ওভারের খেলা, ওর এবং মুজিবের ৪ টি করে ওভার খুব গুরুত্বপূর্ণ। এখানে একটু চাপ থাকে। এই ওভারগুলোতে চাইলেও আপনি রান করতে পারবেন না। ফলে খেলা চলে আসলো ১২ ওভারে। ফলে চাপটা রয়েই যায়।"
টাইগার বোলারদেরও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন লিটন। মাঝের ওভারগুলোতে দারুণ বল করলেও শুরুর দিকে ও শেষের দিকের বোলিংয়ে দারুণ হতাশ তিনি। আফগানিস্তান ব্যাট হাতে ২০-২৫ রান বেশি করে ফেলেছিল বলেও মত লিটনের।
"আমরা হয়তো পাওয়ার প্লে তে একটু বেশি রান দিয়ে ফেলেছি। মিডেলে ওভারে আমরা খুব ভালো বল করেছি। দারুণ কাম ব্যাক করেছি। শেষের দিকে ২০-২৫ রান বাড়তি হয়ে গেছে। এই উইকেটটা এতো সহজ ছিল না যে চাইলেই মারতে পারবো। এই জায়গায় আমাদের বোলাররা কাজটা ঠিক ভাবে করতে পারেনি।"