promotional_ad

কুক নয়, যে বিশ্বরেকর্ডের মালিক হতেন মুশফিক

promotional_ad

পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টে খেলতে নেমে টানা ১৫৬টি ম্যাচে দেশের হয়ে খেলার রেকর্ড গড়েছেন ইংলিশ ওপেনার অ্যালিস্টার কুক।


আর এরই সাথে তিনি ভেঙ্গে দিয়েছেন কিংবদন্তী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যালান বোর্ডারের ১৫৫টি টেস্ট খেলার রেকর্ডটি।


তবে কুকের আগে হয়তো এই রেকর্ডটি নিজের করে নিতে পারতেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।


কেননা এই ইংলিশ ব্যাটসম্যানের টেস্ট অভিষেক হওয়ার আগের বছরেই ২০০৫ সালে সাদা পোশাকে অভিষেক হয়েছিলো মুশফিকের।



promotional_ad

কিন্তু দুঃখের বিষয় এটাই যে মুশফিকের পরের বছর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটার পরও টাইগারদের উইকেট রক্ষক ব্যাটসম্যানের থেকে বেশি ম্যাচ খেলে ফেলেছেন কুক।


অথচ মুশফিক এখন পর্যন্ত খেলেছেন মোটে ৬০টি টেস্ট যা কুকের তুলনায় প্রায় নগণ্য বললেই চলে।  


সেক্ষেত্রে অনেকটা হলফ করেই বলা যায় যে ঠিক মতো টেস্ট খেলার সুযোগ পেলে টানা ম্যাচ খেলার এই বিশ্বরেকর্ডটি কুক নয়, বরং দখলে থাকতো বাংলাদেশের মুশফিকুর রহিমের। 


তবে শুধু মুশফিকই নন, টেস্ট খেলার সুযোগ তেমন পায় না গোটা বাংলাদেশ দলই। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়া দলটি এই ১৮টি বছরে এখন পর্যন্ত মাত্র ১০৬ টি টেস্ট খেলেছে।



যেখানে নিজেদের দেশই হাতে গোনা ম্যাচ খেলছে সেখানে মুশফিকের ম্যাচ সংখ্যা যে আরো কম হবে এটাই স্বাভাবিক। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে সাদা পোশাকে কতটা অবহেলিত বাংলাদেশ দল। 


উল্লেখ্য লর্ডসের ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ৬০টি টেস্ট ম্যাচে টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক রান করেছেন ৩৪.৯৬ গড়ে ৩৬৩৬। যেখানে তাঁর রয়েছে একটি ডাবল সেঞ্চুরি সহ ৫টি সেঞ্চুরি এবং ১৯টি হাফসেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball