পাকিস্তান দলে ফিরলেন হারিস সোহেল

ছবি:

স্কটল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি২০ সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চমক বলতে ইনজুরিতে আক্রান্ত বাবর আজমের জায়গায় দলে ফিরেছেন আরেক ব্যাটসম্যান হারিস সোহেল।
কদিন আগেই করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্??ে তিন ম্যাচ টি২০ সিরিজে অভিষেক হয়েছে শাহীন আফ্রিদি, হোসাইন তালাত ও আসিফ আলীর। এবার ঘরের বাইরে খেলার অপেক্ষায় তারা। তিনজনই আছেন স্কোয়াডে।
এছাড়াও, দলে ফিরেছেন আরেক ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। এদিকে, ইংল্যান্ডের বিপক্ষে লিডস টেস্টের শেষ দিনে কাঁধের চোটে পড়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির। তবে তাকে রেখেই স্কটল্যান্ডের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করেছে পিসিবি।

পাকিস্তান ও স্কটল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ১৩ জুন। দুটি ম্যাচই এইডেনবার্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কদিন আগেই ইংল্যান্ড সফরের অংশ হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। যা ছিল আইরিশদের অভিষেক টেস্ট। এরপর ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলেছে তারা। সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে।
পাকিস্তান স্কোয়াডঃ আহমেদ শেহজাদ, ফখর জামান, হারিস সোহেল, শোয়েব মালিক, আসিফ আলী, সরফরাজ আহমেদ (অধিনায়ক/ উইকেটরক্ষক), হুসাইন তালাত, ফাহিম আশরাফ, মুহাম্মদ নেওয়াজ, শাদাব খান, মোহাম্মদ আমির, হাসান আলী, রাহাত আলী, উসমান খান।