মাঠে ফিরছেন ওয়ার্নার

ছবি:

ক্রিকেটে ফিরছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ডেভিড ওয়ার্নার। কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টুয়েন্টি লীগে অংশ নিবেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
জুন মাসের ২৮ তারিখ শুরু হবে এই টুর্নামেন্ট। ফলে আগামী মাসেই ক্রিকেটে ফিরতে পারেন তিনি। ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ) চায় সাবেক অধিনায়ক স্মিথের সঙ্গে ওয়ার্নারও খেলুক এই টুর্নামেন্টে। আ
ইসিসি চলতি বছরের ফেব্রুয়ারিতে এই লিগটির অনুমোদন দেয়। এটিই উত্তর আমেরিকায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির অনুমোদন পাওয়া কোনো সহযোগী রাষ্ট্রের প্রথম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

স্টিভেন স্মিথ এবং ওয়ার্নার ছারাও আরো অনেক তারকা ক্রিকেটার খেলতে পারেন এই আসরে। মোট ছয়টি দল থাকবে টুর্নামেন্টে। ২৮ জুন শুরু হয়ে ১৬ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
প্রতিটি দলে অন্তত চারজন কানাডিয়ান খেলোয়াড় থাকবেন। খেলবে মোট ছয়টি দল। একটি দল থাকবে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের নিয়ে।
ছয়টি দল হচ্ছে - ক্যারিবিয়ান অল-স্টারস, টরন্টো ন্যাশনালস, অটোয়া রয়্যালস, ভ্যাঙ্কুভার নাইটস এবং উইনিপেগ হকস।
মারকিউ প্লেয়ারঃ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ), শহিদ আফ্রিদি (পাকিস্তান), ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), সুনিল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ) ক্রিস লিন (অস্ট্রেলিয়া), ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ)।