গোল্ডেন ডাকের রেকর্ডে বাংলাদেশ

ছবি:

গোল্ডেন ডাকের লজ্জার রেকর্ড করেছে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা। আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনের প্রথম টি-টুয়েন্টি ম্যাচে তিনজন ব্যাটসম্যান গোল্ডেন ডাকে আউট হয়েছেন।
গতকালের ম্যাচে রুবেল হোসেন, সাব্বির রহমান ও ওপেনার তামিম ইকবাল প্রথম বলেই আউট হয়েছেন। যা আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশের জন্য গোল্ডেন ডাকের রেকর্ডের খাতায় দ্বিতীয় সর্বোচ্চ।
এদের মধ্যে তামিম ইকবাল ইনিংসের প্রথম বলেই আউট হয়েছেন। মজিবুর রহমানের বলে উইকেটের সামনে ধরা পড়েন তিনি। মিডেল অর্ডারে নেমে তামিমের পথ ধরেন সাব্বির রহমান।

আউট হয়েছেন লেগ স্পিনার রাশিদ খানের বলে। গুগলি পড়তে না পেরে লেগ বিফরের ফাঁদে পড়েছেন তিনি। আর শেষের দিকে ব্যাট করতে নামা রুবেল হোসেনকে আউট করতে বেগ পেতে হয়নি সাপুর জাদরানকে।
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে এর আগে সর্বোচ্চ চারজন ব্যাটসম্যান গোল্ডেন ডাকে আউট হওয়ার রেকর্ড আছে বাংলাদেশী ব্যাটসম্যানদের। হংকং এর বিপক্ষে ২০১৪ সালের বিশ্বকাপের ম্যাচে এই ঘটনা ঘটেছে।
হংকং এর ম্যাচে আব্দুর রাজ্জাক, তামিম ইকবাল, ফরহাদ রেজা ও পেসার রুবেল হোসেন প্রথম বলেই শুন্য রানে আউট হয়েছিলেন। এর আগে একই ম্যাচে চারজন ব্যাটসম্যানের শুন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটে নি।