মুস্তাফিজকে খেলাতামই নাঃ ওয়ালশ

ছবি:

এই নিয়ে দ্বিতীয় বারের মত আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। চলমান আফগানিস্তান সিরিজেও খেলা হচ্ছেনা তার। ইনজুরি নিয়ে ফিরলেও সেই ব্যাপারে বিসিবিকে কিছুই জানাননি তিনি।
পরবর্তীতে ইনজুরি নিয়েই একটি প্রস্তুতি ম্যাচও খেলেছেন এই বাঁহাতি পেসার। যেকারণে তাকে তিন সপ্তাহের জন্য বিশ্রাম দেয়া হয়। আর টাইগারদের বোলিং কোচ কোর্টনি ওয়ালশ মনে করেন, ইনজুরির উপর কারও হাত নেই।
ফিজের ইনজুরি সুযোগ বাড়াচ্ছে বাকিদের। তবে দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। আর ওয়ালশ যদি জানতেন ফিজের ইনজুরির কথা তাহলে তাকে প্রস্তুতি ম্যাচে খেলাতেনই না। ওয়ালশ জানান,
'আমরা তার ইনজুরির ব্যাপারে কিছুই জানতাম না। তারা ইনজুরি নিয়ে হতাশ হয়ে তো লাভ নেই, এখানে তো কিছু করার নেই কারও। দলের অনেক গুরুত্বপূর্ণ সদস্য সে।
তাকে অবশ্যই মিস করবো। যদিও তার ইনজুরি বাকিদেরকে সুযোগ করে দিচ্ছে। আমি যদি তার ইনজুরি নিয়ে আগে থেকেই জানতাম তাহলে অবশ্যই তাকে দ্রুত ফিট করে তুলতে কাজ করতাম। আর প্রস্তুতি ম্যাচের আগে যদি জানতাম যে তার এই হাল তাহলে তাকে খেলাতামই না।'

মুস্তাফিজের ইনজুরির ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও বেশী সতর্ক হতে হবেও বলে জানান ওয়ালশ। ফিজকে কিভাবে পুরোদমে ফিট রাখা যায় সেটা নিয়েও কাজ করতে হবে। ওয়ালশ আরও বলেন,
'আমাদের বিষয়টি নিয়ে ভেবে দেখতে হবে। এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরেছে সে। বিষয়টি নিয়ে আমাদের আরও সতর্ক হতে হবে। দুর্ভাগ্যবশত বলতে হচ্ছে ক্রিকেট খেললে ইনজুরি হবেই।
তবে আমাদের বিষয়টা খুঁজে বের করতে হবে তাকে কিভাবে ফিট রাখা যায়। সে এখনও তরুণ এবং অনেক ট্যালেন্ট তার মধ্যে। তাকে সঠিক ভাবে পর্যালোচনা করতে হবে এটাই আমাদের কাজ।'
এদিকে মুস্তাফিজ কতটুক চাপ নিতে পারবে এটা তার উপর নির্ভর করবে বলেও জানান এই ক্যারিবিয়ান পেসার। এটা ফিজকেই বুঝতে হবে তার ধারণ ক্ষমতা কতটুক। ওয়ালশের ভাষায়,
'সে কতটুক চাপ নিতে পারবে এটা তার উপরেই নির্ভর করে, এখানে বিসিবির কিছু করার নেই। যখন সে ফিরে আসবে তখন তাকে নিয়ে আমরা কাজ করবো। তখন বুঝতে পারবো সে কতটুক চাপ নিতে পারবে।
এই জন্য আইপিএল থেকে ফিরে সে বিশ্রামে ছিল কারণ সে আইপিএলে ম্যাচের মধ্যেই ছিল। এসব ব্যাপার গুলোই আমাদের দেখাশোনা করতে হবে দিন শেষে।
এটা একজন ক্রিকেটারের নিজস্ব দায়িত্ব কারণ আপনি দুই ধরণের পরিবেশে ক্রিকেট খেলছেন। আমরা তার দেখাশোনা করতে পারি, কিন্তু ইনজুরি নিয়ে কারও কিছু করার নেই। আপনি একবার ইনজুরিতে পরলে সেটা আপনাকে ঠিক করতেই হবে।'