মালেশিয়ায় পাকিস্তানকে লজ্জায় ডুবাল বাংলাদেশ

ছবি:

এশিয়া কাপে শ্রীলংকার কাছে প্রথম ম্যাচে হারের পর ব্যাকফুটে চলে গিয়েছিল টাইগ্রেসরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের নারীরা।
নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছে সালমা জাহানারারা। এদিন সানা মির-নাদিয়া দারদের ৭ উইকেটে হারায় বাংলাদেশ উইমেন্স ক্রিকেট দল।
এদিন টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।

সেখান থেকে তাদের টেনে তুলেন অধিনায়ক বিসমাহ মারুফ এবং জাভেরিয়া খান। কিন্তু বিসবাহ এবং জাভেরিয়া বিদায় নিলে ফের বিপদে পরে পাকিস্তান।
এরপর নাদিয়া দারের ১৭ এবং সানা মিরের ২১ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান স্কোরবোর্ডে তোলে পাকিস্তান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নেন ২৩ রান দিয়ে ২ উইকেট।
৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মাথায় আয়েশা এবং ফারজানাকে হারিয়ে বসে বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন শামিমা সুলতানা এবং নিগার সুলতানা।
শামিমা ৩১ করে বিদায় নিলেও নিগারের অপরাজিত ৩১ এবং ফাহিমা খাতুনের ২৩ রানের উপর ভর করে ৭ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশের নারীরা।