promotional_ad

সাকিবের কাঠগড়ায় টাইগারদের ডেথ বোলিং

promotional_ad

সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলনা বাংলাদেশ দল। সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আফগানদের কাছে বাজেভাবে হেরে গিয়েছে সাকিব আল হাসানের দল।


এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে গিয়েছে টাইগাররা। সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই তাদের সামনে। অবশ্য প্রথম ম্যাচে আফগানদের ব্যাটিংয়ের ১৬ ওভার পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রন ছিল সাকিবদের হাতেই।


কিন্তু ডেথ ওভারে বোলারদের বাজে বোলিংয়ের কারণে ম্যাচ থেকে ছিটকে যায় লাল-সবুজের দলটি। শেষ ৪ ওভারে টাইগার বোলারদের বেধড়ক পিটিয়ে ৬৪ রান যোগ করে আফগানরা। আর এইটাকেই ম্যাচ হারের অন্যতম কারণ হিসেবে দেখছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। 



promotional_ad

হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন টাইগার কাপ্তান সাকিব আল হাসান। তবে উন্নতির অনেক জায়গা আছে বলেও মনে করেন তিনি। ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য বাংলাদেশের। সাকিব বলেন,


'শুরুর দিকে আমরা ভালো বোলিং করেছি কিন্তু শেষের দিকে আমরা সেটাকে ধরে রাখতে পারিনি। যার জন্য আমরা ম্যাচ থেকে ছিটকে গিয়েছি। শেষের ৪ ওভারে ৬৪ রান দেয়েছে দলের বোলাররা যা আদর্শ বোলিংয়ের মধ্যে পরেনা।


তবুও এখান থেকে অনেক কিছু শিখার আছে। বিষয়গুলো  নিয়ে আলাপআলোচনা করতে হবে। অনেক দিকে উন্নতির আছে বলে আমি মনে করি। তারা আমাদের চেয়ে ভালো খেলেছে তাই তারা বাজিমাত করতে সক্ষম হয়েছে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball