promotional_ad

ইংল্যান্ড বিশ্বকাপে ফেভারিট পাকিস্তানঃ ওয়াকার

promotional_ad

২০১৯ সালের বিশ্বকাপ আসর বসতে যাচ্ছে ইংল্যান্ডে। আর এই ইংল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত দুইবার শিরোপা ঘরে তুলেছে পাকিস্তান। ২০০৯ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং গেল বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি। 


এছাড়াও বিগত কয়েক বছরে ইংল্যান্ডের মাটিতে দারুণ পারফর্ম করে আসছে পাকিস্তান। তাই সব মিলিয়ে ইংল্যান্ড বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে পাকিস্তানকে এগিয়ে রাখছেন ওয়াকার ইউনুস।


সাবেক এই পাকিস্তানী অধিনায়ক সম্প্রতি এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন। তিনি মনে করেন, ইংল্যান্ড পাকিস্তানের জন্য অনেক লাকি গ্রাউন্ড। সেখানে তারা অনেক বেশী সফল হয়েছে।


promotional_ad

ডেইলি টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে এসব নিয়েই কথা বলেছেন সাবেক এই পাকিস্তানী কোচ। এছাড়াও অধিনায়ক সরফরাজ আহমেদের উপর তার অনেক আস্থা আছেও বলে জানান তিনি। ওয়াকারের ভাষায়,


'ইংল্যান্ড বিশ্বকাপে কে জিতবে সেটা এতো জলদি বলে দেয়া খুব মুশকিল। তবে সাম্প্রতিক রেকর্ড দেখার পর আমি পাকিস্তানকেই এগিয়ে রাখছি।  কারণ ইংল্যান্ডে তারা খুব ভাল করেছে কয়েক বছরে।


লর্ডসে সরফরাজ যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে আমি তাতে মুগ্ধ। ১৯৯৯ বিশ্বকাপে ইংল্যান্ডে রানার্স আপ হয়েছে পাকিস্তান।  ২০০৯ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপ জিতেছে এবং গেল বছর এখানেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। 


তাই সব মিলিয়ে আমি মনে করি ইংল্যান্ড পাকিস্তানের জন্য লাকি গ্রাউন্ড।  আশা করছি সামনের বিশ্বকাপে ভালো কিছু করবে তারা এবং দেশকে বড় কিছু দিবে। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball