হার দিয়ে শুরু বাংলাদেশের

ছবি:

হার দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করলো বাংলাদেশ। রবিবার শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে লজ্জায় ডুবেছে সালমা-জাহানারারা।
এদিন প্রথমে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ২৫ রানের জুটি গড়ে হাল ধরেন আয়েশা এবং রুমানা।
কিন্তু দলীয় ৩৬ রানের মাথায় এই দুজন ফিরলে আর ম্যাচে ফেরা হয়নি টাইগ্রেসদের। একে একে উইকেট বিলিয়ে এসেছেন বাকি ব্যাটসম্যানরা। এক কথা লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি তারা।

তাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.৩ ওভারে মাত্র ৬৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের নারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন আয়েশা আলম। শ্রীলংকার হয়ে সুগন্ধিকা কুমারি নেন ৩টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলংকা। দলের পক্ষে ইয়াসোদা মেন্ডিস ২০ এবং নিপুনি হান্সিকা করেন সর্বোচ্চ ২৩ রান।
বাংলাদেশের পক্ষে এদিন বল হাতে দারুণ ছিলেন খাদিজা তুল কুবরা। ১৩ রান দিয়ে একাই নিয়েছেন ৩টি উইকেট। কুবরা ছাড়া আর কোন বোলার নিজেদেরকে মেলে ধরতে পারেনি দলের পক্ষে।