মিশন মালয়শিয়ায় বাংলাদেশের মেয়েরা

ছবি:

এখন পর্যন্ত মেয়েদের এশিয়া কাপের আসর বসেছে ছয়টি। আর এই ছয়টি আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ভারতের মেয়েরা। এই ছয়টি আসরের মধ্যে প্রথম চারটি আসর ছিল ওয়ানডে ফরম্যাটে।
আর শেষ দুইটি আসর হয়েছে টি-টুয়েন্টি ফরম্যাটে। ২০০৪ সালে সর্বপ্রথম এই আসরের আয়োজন করে শ্রীলংকা। সেবার অবশ্য দুই দলই দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেয়।

পাঁচ ম্যাচের আসরটি ভারত জিতে নেয় ০-৫ ব্যবধানে। তারপরে ২০০৫-০৬ মৌসুমে পাকিস্তানের মাটিতে আয়োজিত হয় এই সিরিজ। ভারত, শ্রীলংকা ছাড়া সেবার নতুন দল পাকিস্তান।
সেবার এবং এরপরে ২০০৬, ২০০৮ সালেও ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে জিতে নেয় মিতালি রাজেরা। এরপরে ২০১২ ও ২০১৬ সালে অনুষ্ঠিত টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপও নিজেদের নামে করে নেয় তারা।
এদিকে ৩ই জুন মালয়শিয়ায় শুরু হচ্ছে এশিয়া কাপের সপ্তম আসর। আসরে অংশ নিতে এরই মাঝে দেশ ছেড়েছে বাংলাদেশের মেয়েরা। আসরে ভারত, পাকিস্তান, শ্রীলংকা ছাড়াও থাকবে থাইল্যান্ড ও স্বাগতিক মালয়শিয়ার মেয়েরা।