promotional_ad

চিন্তিত নন সাকিব

promotional_ad

বাংলাদেশ দলের ফিনিশারের দায়িত্বটা ছিল একমাত্র হার্ড হিটার সাব্বির রহমানের উপর। কিন্তু মাঝে সাঝে দলের প্রয়োজনে উপরে ব্যাট করতে হয় তাকে।


সে সময় ফিনিশার হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব নিতে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিমদের। কিন্তু আসন্ন আফগানিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড আছেন আরিফুল হক-মোসাদ্দেক হোসেন সৈকতরা।


তাই দলের ফিনিশারদের নিয়ে চিন্তায় নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টুয়েন্টি এই দলপতি মনে করেন, অনেক জায়গাতেই বাংলাদেশ দলের উন্নতির প্রয়োজন আছে।



promotional_ad

তিন বিভাগেই উন্নতি করতে চান তারা। দলের জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত হয়ে আছে সবাই। মাঠে নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারলেই সিরিজ জয় সম্ভব।


এমনটাই জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। শনিবার ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসে টাইগার অলরাউন্ডার এসব নিয়েই কথা বলেছেন। তিনি জানান,


'ফিনিশিং নিয়ে আলাদা করে কাজ করার কিছু নেই। এটি ছাড়াও আমাদের অনেক জায়গা আছে উন্নতি করার। সেগুলোতেই আমরা উন্নতি করার চেষ্টা করছি। আমাদের তিন ডিপার্টমেন্টেই উন্নতি করার সুযোগ রয়েছে।



আর এটাই আমাদের লক্ষ্য। আমরা কোন নির্দিষ্ট জায়গাতে উন্নতি করার কথা ভাবছি না। আমার মনে হয় অনেক জায়গা আছে আমাদের কাজ করার মতো এবং সেটাই করছি আমরা।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball