promotional_ad

মানসিকতায় ত্রিশ বছর বয়সী রশিদঃ সিমন্স

promotional_ad

আসন্ন টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের জন্য বড় হুমকি আফগান লেগ স্পিনার রশিদ খান। রশিদের পাশাপাশি আরেক স্পিনার মুজিব জাদরানও বড় বিপদ হতে পারেন সাকিবদের জন্য।


তাই রশিদ-মুজিবকে যেভাবেই হোক ভালো ভাবে খেলতে হবে বাংলাদেশের। আর সম্প্রতি সময়ে বল হাতে আরও বেশী ধারালো হয়ে উঠেছেন লেগ স্পিনার রশিদ খান।


সদ্য সমাপ্ত আইপিএলে দারুণ খেলেছেন তিনি। আর আইপিএলে তার সঙ্গেই খেলেছেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আর দেশ ছাড়ার আগে সাকিব জানিয়েছিলেন, রশিদকে নিয়ে এতো ভয় পাওয়ার কিছু নেই।


এদিকে আফগানিস্তানের হেড কোচ ফিল সিমন্স মনে করেন, আসন্ন সিরিজে রশিদ বড় ভূমিকা পালন করবেন রশিদ। তার বয়স উনিশ হলেও তার চিন্তা ভাবনা ৩০ বছর বয়সী মানুষের মত। সিমন্স জানান,



promotional_ad

'তার বয়স উনিশ হলেও তার মানসিকতা ত্রিশ বছর বয়সী একজন ক্রিকেটারের মত। সে অনেক অভিজ্ঞ হয়ে উঠেছে অতি অল্প সময়ে।


সে জানে তার কি করতে হবে এবং সবাই তার কাছে কি আশা করে আছে। আর মুজিব রশিদের চেয়ে বয়সে ছোট হলেও সেও তার কাজটা ভালোমত জানে। এখন দেখার বিষয় মাঠে সে কি করে।'  


উল্লেখ্য যে, আসন্ন সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে জুনের ৩ তারিখ। এরপর ৫ এবং ৭ তারিখ বাকি দুটি টি-টুয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান এবং বাংলাদেশ দল। 


বাংলাদেশ স্কোয়াডঃ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন অপু, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও আবু জায়েদ রাহী।



আফগানিস্তান স্কোয়াডঃ 


আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball