সেই ফিল সিমন্স এখন আফগান কোচ

ছবি:

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর এখন পর্যন্ত কোন কোচ ছাড়াই চলছে বাংলাদেশ দল। মাঝে অবশ্য কোচের পদে দায়িত্ব নেয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন অনেকেই।
এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলতে বাংলাদেশেও এসেছিলেন রিচার্ড পাইবাস ও ফিল সিমন্স। সাকিবদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তারা দুজনই।
কিন্তু টাইগারদের কোচের পদে সাক্ষাতকার দেয়ার সপ্তাহখানেক পরই আফগানিস্তান ক্রিকেট দলের দায়িত্ব কাঁধে নেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ফিল সিমন্স। ফলে বছরের শুরুতেই নতুন কোচ পায় নবি-রশিদরা।
সিমন্স দায়িত্ব কাঁধে নেয়ার পর আফগানরা ক্রিকেটে আরও উন্নতির পথে যাচ্ছে। তার হাত ধরেই সম্প্রতি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের টিকিটও পেয়েছে রশিদ খানরা।

এদিকে এই আফগানদের বিপক্ষেই রবিবার টি-টুয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ দল। আর এই সিরিজেও কোন হেড কোচ ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
গেল বছরের নভেম্বরে দায়িত্ব ছেড়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। এখন পর্যন্ত ৬ মাস পার হয়ে গেলেও এখনও নতুন কোচ পায়নি বাংলাদেশ। অথচ লালচান রাজপুত আফগানদের দায়িত্ব ছাড়ার তিন মাসের মাথায়ই নতুন কোচ পায় তারা।
ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৪৩টি ওয়ানডে ও ২৬টি টেস্ট খেলেছেন। ক্রিকেট ক্যারিয়ার শেষে ২০০৪ সালে জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নেন। কিন্তু এক বছর যেতে না যেতেই তাকে অযৌক্তিকভাবে বরখাস্ত করা হয়।
এরপর ২০০৭-২০১৫ সাল পর্যন্ত আয়ারল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করেছেন। এরপর নিজ দেশের দায়িত্ব কাঁধে নেন। তার অধীনেই ক্যারিবিয়রা ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তোলে।
অন্যদিকে ফিল সিমন্সের বিপক্ষেই লড়তে হবে বাংলাদেশ দলকে। যিনি আফগানদের কোচ হওয়ার আগে বাংলাদেশের কোচের পদে দায়িত্ব নিতে এসেছিলেন। তাই টি-টুয়েন্টি সিরিজে লড়াইটা চতুরতার সাথেই করতে হবে বাংলাদেশকে।
কারণ লড়াইটা যে শুধু আফগানদের সাথে তা নয়, লড়াইটা সিমন্সের সঙ্গেও। কারণ বাংলাদেশের কোচ পদে চাকরি না পেয়ে আফগানিস্তানকে বেঁছে নিয়েছেন উইন্ডিজ সাবেক এই ক্রিকেটার।