সিরিজের আগেই আফগানদের হুংকার

ছবি:

ভারতের দেরাদুনে আফগানিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারনে ম্যাচটি শুরু হতে দেরি হয়েছে। ম্যাচটিতে আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৫ রানের মাঝারি স্কোর গড়তে সক্ষম হয়েছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় আফগানরা, প্রায় তিন ওভারের মতো হাতে রেখেই!
এর আগে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। মিডেল ওভারে এসে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এসে দলের বিপদে হাল ধরেন।
তবে আফগান স্পিনারদের বোলিংয়ে ইনিংস বড় করতে পারেনি রিয়াদ ও মুশফিক। বেশীক্ষণ স্থায়ী হয়নি সাব্বির রহমানের ইনিংস। দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
কিন্তু শেষের দিকে দলে ফেরা মোসাদ্দেক হোসেন ও আরিফুল হকের অপরাজিত ইনিংসে ভর করে ১৪৫ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। জয়ের জন্য আফগানিস্তানের দরকার ১৪৬ রান।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ: ১৪৫/৬ (২০ ওভার) (মোসাদ্দেক ৩৮*, মুশফিক ২৭, সাকিব ১৯, সাব্বির ১৮)
আফগানিস্তান: ১৪৭/২ (১৭.২ ওভার)
ফলাফলঃ আফগানিস্তান ‘এ’ দল ৮ উইকেটে জয়ী
বাংলাদেশ স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম, আবু হায়দার, রুবেল হোসেন, আবু জায়েদ চৌধুরী ও আবুল হাসান।
আফগানিস্তান স্কোয়াড-
আসগর স্টানিকজাই (অধিনায়ক), নাজিব তারাকাই, উসমান গনি, মোহাম্মদ শেহজাদ, মুজিব উর রেহমান জাদরান, নজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনোয়ারি, শফিকউল্লাহ শাদাক, দারবিশ রাসুলি, মোহাম্মদ নবী, রশিদ খান, গুলবদিন নাইব, করিম জানাত, শরাফউদ্দিন আশরাফ, শাপুর জাদরান, আফতাব আলম।