আফগান-বাংলাদেশ সিরিজের স্পন্সর বিমান

ছবি:

দেরাদুনে অনুষ্ঠিত বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের জন্য টাইটেল স্পন্সর হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টি-টোয়েন্টি সিরিজটি নামে সিরিজটি আয়জিত হবে।
শুক্রবার (১ জুন) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ আসন্ন সিরিজটিতে তাদের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,

আগামী ৩, ৫ এবং ৭ জুন বাংলাদেশ ও আফগানিস্তানের ৩টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশের স্থানীয় সময় ৮টা ৩০ মিনিটে। তিন ম্যাচের এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে বিমান।
উল্লেখ্য যে, বিমান বাংলাদেশ খেলাধুলায় সব সময় পৃষ্ঠপোষকতা ক??ে আসছে। ১৯৭৭ সালে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচটি স্পন্সর করে বিমান।
এছাড়াও ১৯৯৭ সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের স্পন্সর ছিলেন তার। বিমান ক্রিকেট দল প্রথম বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে অংশগ্রহণ করে ১৯৭৮ থেকে ২০০৮ পর্যন্ত।