দেশ ছাড়ল বাংলাদেশ দল

ছবি:

এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট অংশ নিতে মালেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছে বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। শুক্রবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন ১৫ সদস্যের বাংলাদেশ দল।
যাওয়ার আগে বিমানবন্দরে আসন্ন টুর্নামেন্টে নিজেদের লক্ষ্যের কথা জানান জাহানারা-রুমানারা। মূল লক্ষ্য ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করে, দলের জয়ে অবদান রাখা এবং বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসা।
এছাড়াও সম্প্রতি শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা সফর থেকে অনেক কিছু শিখে এসেছেন বলে মত অধিনায়ক সালমা খাতুনের। সে অভিজ্ঞতা কাজে লাগাতে চান এশিয়া কাপে। তিনি জানান,

'সবাই এক হয়ে খেলছি বলেই কিন্তু আমাদের আত্মবিশ্বাসটা বাড়ছে। আমাদের টিম অফিসিয়ালরাও আমাদের উৎসাহিত করছেন।'
অন্যদিকে সালমার সঙ্গে একমত জাহানারাও। দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতা এশিয়া কাপে সঠিক ভাবে ব্যবহার করতে চান তিনি। জাহানারা বলেন,
'দক্ষিণ আফ্রিকা থেকে আমরা হেরে এসেছি কিন্তু আমার মনে হয় অভিজ্ঞতার ঝুলিটা একটু হলেও বেড়েছে। আমরা আশা রাখছি, এশিয়া কাপে সেটার সঠিক ব্যবহার করতে পারবো।'