উইন্ডিজরা চ্যাম্পিয়নদের মতই খেলেছে: আফ্রিদি

ছবি:

উইন্ডিজের কাছে অসহায় আত্তশমরপন করেছে তামিম ইকবাল-শহিদ আফ্রিদিদের বিশ্ব একাদশ। এদিন বিশ্ব একাদশকে ৭২ রানে হারায় কার্লোস ব্রাথওয়েটের দল।
আর বিশ্ব একাদশকে বাজিমাত করার এই দিনে উইন্ডিজদের পক্ষে দারুণ বোলিং করেছেন কেসরিক উইলিয়ামস। আর ব্যাট হাতে ক্যারিবিয়ানদের হয়ে দারুণ খেলেছেন ওপেনার এভিন লুইস।
গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আর এমন ম্যাচ আয়োজনের জন্য আইসিসিকে ধন্যবাদ জানান এই পাকিস্তানী তারকা।।

বিশ্ব একাদশের হয়ে খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন আফ্রিদি। তার ফিটনেস নিয়ে সমস্যা থাকা সত্ত্বেও তিনি এই ম্যাচে খেলেছেন বলেও জানান তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুস্থানে বিশ্ব একাদশকে নেতৃত্ব দেয়া আফ্রিদি বলেন,
'তারা চ্যাম্পিয়ন্স এবং তারা চ্যাম্পিয়নের মতই খেলেছে। আইসিসিকে ধন্যবাদ জানাই আমন্ত্রণ জানানোর জন্য। আমরা একে অপরকে এভাবেই সাহায্য করতে পারি, ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য। সবার পাশে দাঁড়াতে পারি ক্রিকেটের মাধ্যমে।
আমি ভাগ্যবান যে লর্ডসে নিজের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছি। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবনভ সবাইকে ধন্যবাদ জানাই। ফিটনেস নিয়ে একটু সমস্যা ছিল আমার, তারপরও আমি এখানে এসেছি কারণ এটা একটা ভালো উদ্যোগের জন্য।'