বাংলাদেশের মতোই পিচ বানাবে ভারত

ছবি:

এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি ভারতের দেরাদুনের রাজিব গান্ধী স্টেডিয়ামে। তবে আফগান-বাংলা সিরিজ দিয়েই অভিষেক হতে যাচ্ছে স্টেডিয়ামটির।
যেহেতু কোন ম্যাচ হয়নি এখনও তাই এখানকার উইকেট সম্পর্কেও ধারণা নেই কারও। তাই অচেনা উইকেট এবং কন্ডিশনেই আফগান বধের জন্য লড়তে হবে সাকিব বাহিনীকে।
টাইগারদের মত একই হাল আফগানদেরও। তবে জানা গিয়েছে এই স্টেডিয়ামের উইকেট থেকে বাড়টি সুবিধা পেতে পারেন বোলাররা। উইকেট হবে স্পোর্টিং এবং বাউন্স থাকবে বোলারদের জন্য।

মূলত মিরপুরের উইকেটের মতই হবে এখানকার উইকেট। তাই ধারণা করা হচ্ছে উইকেট থেকে বেশী সুবিধা নিতে পারবে বাংলাদেশীরা। নিউজ ২৪'র এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
তথ্যটি নিশ্চিত করেছেন দেরাদুন স্টেডিয়ামের পিচ কিউরেটর। এদিকে স্টেডিয়ামটির ভেন্যু ম্যানেজার আনিতা নাভিক জানিয়েছেন, স্টেডিয়ামটি পুরোপরি প্রকৃতি নির্ভর এবং সরকার তাদের এটি নির্মাণে অনেক সাহায্য করেছে। নাভিক বলেন,
'স্টেডিয়ামটি পুরোপুরি প্রকৃতি নির্ভর। আইসিসির অনেক প্রশংসা পেয়েছি আমরা। এখানকার সরকার আমাদের অনেক সাহায্য করেছে, আমরা এর রক্ষণাবেক্ষণ খুব ভালোভাবে করে থাকি।'
একটা সময় ভারতীয় ক্রিকেট দলও এই স্টেডিয়ামে এসে খেলবে বলে প্রত্যাশা করেন আনিতা। ভারতে এই স্টেডিয়াম অনেক বড় ভূমিকা রাখবে জানিয়ে ভেন্যু ম্যানেজার বলেন,
'আমরা সবসময় চাই রাজীব গান্ধী স্টেডিয়াম ভারতে একটি অবস্থান করে নিবে। এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে। আমরা আশা করবো একটা সময় ভারতীয় ক্রিকেট দলও এখানে এসে খেলবে।'