পাকিস্তানের সামনে ইতিহাসের হাতছানি

ছবি:

২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে রাজত্ব করার সুযোগ এসেছে পাকিস্তান দলের। ইংল্যান্ডের মাটিতে সাদা পোষাকে টেস্ট সিরিজ জয়ের হাতছানি দিচ্ছে সরফরাজ আহমেদে দলের।
২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা। লর্ডসে সিরিজের প্রথম টেস্টে জো রুটের দলকে দাঁড়াতেই দেয়নি মোহাম্মদ আমির-আব্বাসরা।
প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে সফরকারীরা। তাই বাংলাদেশ সময়য় বিকেল ৪টায় হেডিংলিতে ইংলিশদের চাপে রেখেই মাঠে নামবে পাকিস্তান দল।
অন্যদিকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে আছে ইংলিশরা। যেকোন ভাবেই সিরিজ সমতায় শেষ করতে চান ইংলিশ দলপতি জো রুট। তাই তো দলের একাদশে পরিবর্তন এনেই মাঠে নামবেন তিনি।

মার্ক স্টোনম্যানের পরিবর্তে দলে ফিরেছেন ওপেনার কিটন জেনিংস। এছাড়াও বোলিংয়ে একাদশে ক্রিস ওকসকে রাখতে পারে ইংল্যান্ড। আর ইনজুরি আক্রান্ত বাবর আজমের পরিবর্তে পাকিস্তান একাদশেও আসছে একটি পরিবর্তন।
পাকিস্তানের সম্ভাব্য একাদশঃ
আজহার আলি, ইমাম উল হক, হারিস সোহেল, সাদ আলি, আসাদ শফিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশঃ
অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জস বাটলার, বেন স্টোকস, ডেভিড মালান, ডম বেস, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড/ ক্রিস ওকস।